27 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

শ্যামলপল্লী বস্তিতে আগুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক:

 

রাজধানীর মিরপুরে শ্যামলপল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

রবিবার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামলপল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই। পরে ৮টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।এ ছাড়া তাদের সহায়তায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।’

 

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

- Advertisement -spot_img
সর্বশেষ

৮০ দিনের অবরোধের পর ২৪ লাখ গাজার মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক

  আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক...