Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ও সমাজব্যবস্থার মৌলিক সংস্কার, মুক্তিযুদ্ধের আদর্শ পুনঃপ্রতিষ্ঠা, ধর্মীয় সহাবস্থান এবং নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির সাতটি মূল দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সেখানে তিনি বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি মুক্তিযুদ্ধ, যার মূল চেতনা সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদা।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো প্রণয়নের মধ্য দিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় এনসিপি।
ধর্ম নিয়ে এনসিপির অবস্থান পরিষ্কার করে নাহিদ বলেন, “আমরা সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক মতবাদের বাইরে থেকে ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা চাই।” তিনি ইসলামবিদ্বেষ ও উগ্র চরমপন্থার বিরোধিতা করে সকল ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকার করেন।
নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “সম্পত্তিতে ন্যায্য অধিকারসহ নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এনসিপি।”
অর্থনৈতিক ভিশন হিসেবে তিনি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার ঘোষণা দেন। দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদকেও ভূরাজনৈতিক হুমকি হিসেবে চিহ্নিত করেন তিনি।