30.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

সুমন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
হবিগঞ্জ-০৪ আসনের সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন- দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এ আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন ও তার স্ত্রী দেশ ছেড়ে পলায়নের চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
গত ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে ব্যারিষ্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বর্তমানে সুমন  কারাগারে রয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্পের ‘বড়, সুন্দর’ বিলের প্রস্তাবই বাড়াবে মার্কিন ট্রেজারি বন্ডের ঝুঁকি

  আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সিনেটে ট্রাম্প প্রশাসনের ‘বড়, সুন্দর’ করছাড় ও ব্যয় বাড়ানোর বিল পাশের প্রক্রিয়ায় থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে মার্কিন...