Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল রোববার দাখিল করা হবে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান মামলার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
তিনি জানান, মামলাটি গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে। মামলায় ২০২৩ সালের জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনার সরাসরি নির্দেশনার একটি অডিও ক্লিপ পাওয়া গেছে, যার ফরেনসিক বিশ্লেষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, “তদন্তে পাওয়া প্রমাণ অনুযায়ী, এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। এতে শেখ হাসিনাসহ তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।”
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত বিচার এবং আন্তর্জাতিক মানের তদন্তের দাবি জানান।