26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

প্রেমিকার জন্মদিন উদযাপনে মালদ্বীপে ধাওয়ান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স্ত্রী আয়শা মুখার্জির সঙ্গে ২০২৩ সালে বিচ্ছেদের পর বাজে সময় পার করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। একমাত্র সন্তানের সঙ্গে দেখাও করতে দিচ্ছিলেন না তার সাবেক স্ত্রী। অস্ট্রেলিয়া প্রবাসী স্ত্রীর প্রতি অবিচারের অভিযোগ এনে আবেগি বার্তা দিয়েছিলেন তিনি।

সম্পর্কের খারাপ সময়ের ওই ধাক্কা কাটিয়ে উঠেছেন শিখর ধাওয়ান। নতুন প্রেমে মজেছেন তিনি। তার এবারের প্রেমিকার নাম সোফি শাইনি। ৩২ বছর বয়সী এই নারী আইরিশ নাগরিক। তবে কর্মসূত্রে থাকেন দুবাইতে। পেশায় একজন ব্যবস্থাপক।

মালদ্বীপে শিখর ধাওয়ান ও শাইনি। ছবি: সংগৃহিত

মালদ্বীপে শিখর ধাওয়ান ও শাইনি। ছবি: সংগৃহিত

মালদ্বীপে গত সোমবার প্রেমিকা শাইনির ৩২তম জন্মদিন উদযাপন করেছেন শিখর ধাওয়ান। দু’জনের একান্তে সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে ও ফেসবুক পেজে পোস্ট করেছেন সাবেক ভারতীয় ওপেনার। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাই লাভ (লাল ভালোবাসার এমোজি)।

ধাওয়ানের সঙ্গে প্রেমের বিষয়টি অবশ্য শাইনিও গোপন রাখেননি। দু’জনের একত্রিত ছবি পোস্ট না করলেও নিজের ইনস্টাগ্রামে শাইনি নিজের ছবি পোস্ট করেছেন।

প্রেমিকা শাইনির সঙ্গে ধাওয়ান। ছবি: সংগৃহিত

প্রেমিকা শাইনির সঙ্গে ধাওয়ান। ছবি: সংগৃহিত

গত মে মাসে শিখর ধাওয়ান ও শাইনির প্রেমের বিষয়টি সামনে আসে। নতুন করে প্রেমে পড়ার বিষয়টি গোপন রাখেননি ধাওয়ান। তার আগে থেকে দু’জনকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। ধাওয়ানের ম্যাচ দেখতেও বিভিন্ন সময়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন শাইনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...