26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

চরকিতে একসঙ্গে চার চমক: ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ ও ‘জংলি’ নিয়ে এলো ‘বিরাট গুরুর হাট’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি আলোচিত সিনেমা—শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদের ‘জংলি’। এই আয়োজনকে চরকি নাম দিয়েছে ‘বিরাট গুরুর হাট’।

চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি জানিয়েছেন, ঈদে দর্শকদের আনন্দ দিতেই এই পরিকল্পনা। তাঁর ভাষায়, “ঈদের সময় মানুষ পরিবার নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। আমরা সেই সুযোগটাই করে দিয়েছি।”

এই চারটি সিনেমাই মুক্তি পেয়েছিল গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে। যারা হলে গিয়ে দেখতে পারেননি, তারা এবার ঘরে বসেই দেখতে পাবেন।

বরবাদ’: শাকিব খানের অ্যাকশন অবতার

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই সিনেমা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রেম ও প্রতিশোধের গল্পে আরও রয়েছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

দাগি’: মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প

পরিচালক শিহাব শাহীনের নির্মাণে নিশো-তমা জুটির সিনেমা ‘দাগি’। সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। অভিনয়ে আছেন সুনেরাহ, সেলিম, গাজী রাকায়েতসহ অনেকে।

জংলি’: প্রেম ও প্রতিশোধের বাস্তব গল্প

সিয়াম-বুবলী জুটির ‘জংলি’ পরিচালনা করেছেন এম রহিম। সত্য ঘটনার ভিত্তিতে তৈরি এই গল্পে রয়েছে থ্রিলার ও আবেগের মিশ্রণ।

চক্কর ৩০২’: মোশাররফ করিমের রহস্যজাল

পরিচালক শরাফ আহমেদ জীবনের এই সিনেমায় পুলিশ কর্মকর্তা মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সম্পর্ক, রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন মিলিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী গল্প।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...