29.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

রুনা খান অভিনীত নতুন তিনটি ওয়েব ফিল্ম এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী রুনা খান অভিনীত নতুন তিনটি ওয়েব ফিল্ম এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
একটি ওয়েব ফিল্মের নাম পাপ কাহিনী। পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। বোহেমিয়ান ঘোড়া পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এছাড়া, নীলপদ্ম প্রচার হবে। এটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী।
পাপ কাহিনী ও নীলপদ্ম আইস্কিনে এবং বোহেমিয়ান ঘোড়া হইচইয়ে প্রচারিত হবে।
পাপ কাহিনী সম্পর্কে রুনা খান বলেন, পাপ কাহিনীর গল্পটা আমাকে ছুঁয়ে গেছে। একজন গৃহবধূর চরিত্রে আমি অভিনয় করেছি। গৃহবধূর সঙ্গে চরম বিশ্বাস ঘাতকতা করা হয়। বিশ্বাস ঘাতকতার প্রতিক্রিয়া দারুণভাবে উঠে এসেছে।
‘দুটি সময়ের দুটি লুকে দেখা যাবে আমাকে পাপ কাহিনীতে। স্ত্রীর বিশ্বাস ও বিশ্বাস ভঙের গল্প এটি। স্ত্রীর সঙ্গে প্রতারণার গল্পও বলা যায়। দর্শকদের ভালো লাগবে,’ বলেন তিনি।
নীলপদ্ম সম্পর্কে এই শিল্পী বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নীলপদ্ম প্রদর্শিত হয়েছিল। সবার প্রশংসা পেয়েছি। এটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী। আমার চরিত্রের নাম নীলা। নীলাকেই নীলপদ্ম বলা হয়।
নীলপদ্ম নিয়ে রুনা খান আরও বলেন, নীলার জীবনের জার্নি উঠে এসেছে এখানে। জীবন ঘনিষ্ট ও ভালো মানের কাজ এটি।
বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের বিপরীতে আছেন মোশাররফ করিম।
‘বোহেমিয়ান ঘোড়া প্রচারের আগেই বেশ সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। আশা করছি প্রচারিত হলে আরও সাড়া পাব,’ যোগ করেন রুনা খান।
পাপ কাহিনী নিয়ে রুনা খান আরও বলেন, ফিল্মটি করার প্রস্তাব পাই আমি যখন বক সিনেমার শুটিং করছিলাম। পাপ কাহিনীর শুটিং করেছি মানিকগঞ্জের জমিদার বাড়িসহ নানা জায়গায়। শাহরিয়ার নাজিম ভয় ভাই যত্ন নিয়ে কাজটি করেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...