27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

দীপিকা-আল্লুর পারিশ্রমিক কত? অ্যাটলির সিনেমা ঘিরে জল্পনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

বিতর্ক, জল্পনা আর গুঞ্জনের মাঝেই দীপিকা পাড়ুকোন জানিয়ে দিলেন, তিনিই ‘ক্যুইন’। ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকে বাদ পড়া নিয়ে নানা আলোচনা যখন ঘুরছে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে, তখন অ্যাটলির মেগাবাজেট প্রজেক্টে সই করে যেন নিজের অবস্থান পাকা করলেন বলিউডের এই প্রথম সারির নায়িকা।

ভিডিও প্রকাশ করে অ্যাটলি নিজেই দীপিকাকে ‘ক্যুইন’ বলে ঘোষণা দিয়েছেন। জানা গেছে, ৮০০ কোটি টাকার বাজেটে ‘AA22XA6’ নামে নতুন সিনেমা তৈরি করছেন ‘জওয়ান’ খ্যাত এই নির্মাতা। গল্পের কেন্দ্রে পুনর্জন্ম। ছবির প্রযোজনায় রয়েছে তামিল ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রযোজনা সংস্থা সান পিকচার্স।

প্রথমে শোনা গিয়েছিল, ছবির প্রস্তাব গিয়েছিল সালমান খানের কাছে। তবে সম্প্রতি তাঁর বক্স অফিস পারফরম্যান্স দেখে নির্মাতারা সিদ্ধান্ত বদলান। বদলে সুযোগ পান দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’ খ্যাত এই তারকা ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন।

নতুন ছবিতে দীপিকার চরিত্র এক যোদ্ধার। ঘনিষ্ঠ সূত্র বলছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার করা অপমানের জবাব দিতেই এই ছবিতে সই করেছেন তিনি।

২০২৫ সালের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। আল্লু অর্জুন ও দীপিকাকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় এখন দর্শক।

- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...