26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

‘আমার পাশে বসে দেখো’— পন্টিং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্রিকেট ডেস্ক :
খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দারুণ সফল রিকিং পন্টিং। অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ব্যাটার হিসেবে কিংবদন্তি। তবে কোচিং ক্যারিয়ারটা সমৃদ্ধ নয় তার।

সর্বশেষ আইপিএলে শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি স্পর্শ করা হয়নি কোচ পন্টিংয়ের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ রানে হেরেছে তার দল পাঞ্জাব কিংস। তবে শিরোপা হাতছাড়া হলেও কখনো শিষ্যদের ওপর রাগান্বিত কিংবা অ্যাগ্রেসিভ দেখা যায়নি তাকে।
ডাগআউটে বরাবরই শান্ত থাকতে দেখা গেছে পন্টিংকে। যা তার খেলোয়াড়ি ক্যারিয়ারের বিপরীত।
কেননা অধিনায়ক কিংবা অধিনায়ক ছাড়া দুই ভূমিকাতেই অনেকবারই মাঠে অ্যাগ্রেসিভ দেখা গেছে তাকে। ডাগআউটে কিভাবে এত শান্ত থাকেন, সেটাই আইপিএল শেষে জানতে চেয়েছিলেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।
বলিউড অভিনেত্রীর প্রশ্নের উত্তর দারুণভাবে দিয়েছেন পন্টিং। প্রীতিকে পরিস্থিতি বোঝার জন্য তাই ডাগআউটে বসার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গী হওয়া প্রয়োজন তোমার এবং ডাগআউটে আমার পাশে বসে দেখতে পারো সব সময় শান্ত থাকার মতো ব্যাপার নয়। দেখো, আমি সহজাতভাবেই আগ্রাসী, বিশেষ করে যখন এটা ক্রিকেটের কোনো বিষয় হয়।’
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...