29.3 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

করোনায় আক্রান্ত নেইমার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ফুটবল ডেস্ক :
আবারও করোনা আক্রান্ত হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।
এক বিবৃতিতে সান্তোস লিখেছে, ‘বৃহস্পতিবার (৫ জুন) ভাইরাল পরিস্থিতি শুরু হলে সান্তোসের মেডিক্যাল টিমের মাধ্যমে নেইমারের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাতে তার শরীরে কোভিড-১৯-য়ের সংক্রমণ পাওয়া যায়।

বর্তমানে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন নেইমার। সান্তোস তাদের বিবৃতিতে আরো লিখেছে, ‘বৃহস্পতিবার থেকেই তাকে সব ধরনের কর্মকাণ্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার শরীরে লক্ষণ দেখার পর থেকেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং বাড়িতে বিশ্রাম করছেন।

এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হন নেইমার। তখন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলতেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তখন চার মাস চিকিৎসা ও বিশ্রামের পর অনুশীলনে ফিরেছিলেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

১ ম্যাচে ৯৯ চার, ১২ ছক্কা ও ৭৮১ রান ; নারী ক্রিকেটে রেকর্ডের বন্যা

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ওয়ানডে ম্যাচে ৪৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি আলোচনায়...