27.2 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

২০২৭ বিশ্বকাপের আশা ভেঙে,পরিস্থিতির চাপে আগেই অবসর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

বাবুমশাই, জীবন লম্বা নয়, বড় হওয়া উচিত।’—১৯৭১ সালের বলিউড ক্লাসিক আনন্দ ছবির রাজেশ খান্নার এই সংলাপ যেন হেনরিখ ক্লাসেনের ক্যারিয়ারের সঙ্গে ভালোভাবেই মেলে। দীর্ঘ ক্যারিয়ার নয়, বরং অল্প সময়েই তিনি মাঠে ছিলেন বোলারদের আতঙ্ক হয়ে।

দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটার কিছুদিন আগেই ৩৩ বছর বয়সে সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট ছাড়েন আগেই। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ইতি টানলেন।

আত্মসমালোচনার জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন ক্লাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পারফরম্যান্স উপভোগ করতে পারছি না। এমন অবস্থায় খেলা ঠিক নয়।’

২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনাও ছিল কোচ রব ওয়াল্টারের সঙ্গে। ক্লাসেন বলেন, ‘আমাদের বেশ ভালো আলোচনা হয়েছিল। কিন্তু ওয়াল্টার চলে যাওয়ার পর চুক্তি বিষয়ক জটিলতায় আমার সিদ্ধান্তটা সহজ হয়ে যায়।’

ওয়াল্টারের অধীনে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলেছিল।

সবশেষে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টিতে থেমে গেল ক্লাসেনের আন্তর্জাতিক যাত্রা। তবু যে সময়টুকু তিনি খেলেছেন, দর্শক উপহার পেয়েছেন এক নিখাদ বিনোদনের। পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা তাঁকে ডাকতেন ‘হালাকু খান’ নামে। মাঠে তার ব্যাটিংই ছিল সেই নামের মতোই বিধ্বংসী।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...