29.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

‘শুভ হ্যান্ডসাম, সিয়াম ড্যাশিং’

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের লাস্যময়ী পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।
অগণিত ভক্ত-অনুরাগীর পছন্দের পরীমনি এবারের ঈদ আড্ডায় এসেছিলেন কালের কণ্ঠের স্টুডিওতে। কালের কণ্ঠের ঈদ আয়োজন ‘তারার ঈদে’ হাজির হয়েছিলেন এ চিত্রনায়িকা। যেখানে কাজের পাশাপাশি ব্যক্তি জীবনের নানান কথা বলেন পরী। সাক্ষাৎকারের একটি অংশে পরীমনিকে দেশের বিভিন্ন তারকার বিষয়ে প্রশ্ন করা।
কোন তারকা পরীর চোখে কেমন, উত্তর দিলেন পরী।
শুরুতে জায়েদ খানের নাম উঠতেই হেসে উঠেন পরী। তাকে দেশি এবং বরিশাইল্লা বলে অভিহিত করেন। আরিফিন শুভকে হ্যান্ডসাম ও সিয়াম আহমেদকে ড্যাশিং ও জেন্টলম্যান বলেন পরী।

এরপর শাকিব খানের নাম উঠতেই বলেন ‘সব, যা যা আছে।’
পূজা চেরীকে কিউট এবং শবনম বুবলীর নাম উঠতেই তাকে ভালো অভিনেত্রী বলেন পরীমনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...