32.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আবারও কাছাকাছি শাকিব-অপু? ইঙ্গিত দিলেন অপু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ ঢালিউডে রীতিমতো ঝড় তুলেছে। রায়হান রাফী পরিচালিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্র দর্শক-সমালোচক সবার কাছেই প্রশংসিত হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে শাকিব খানের সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূর। অতিথি চরিত্রে দেখা গেছে আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

তবে শাকিবের চলচ্চিত্রিক তাণ্ডবের পাশাপাশি ব্যক্তিজীবনেও উঠেছে নতুন আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যায়— ঈদের ছুটিতে ছেলে আব্রাম খান জয় ও সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব খান।

এই ভিডিও ঘিরেই নেটিজেনদের জল্পনা-কল্পনা— তবে কি আবারও এক হচ্ছেন শাকিব-অপু? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অপু বিশ্বাস নিজেই। তিনি বলেন, “আমরা এখন অনেক পরিণত। জয় আমাদের মাঝে এক সেতুবন্ধ। পরিবারের ভালো চিন্তা করেই আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি।”

অপুর বক্তব্য ঘিরে ঢালিউডপাড়ায় ফের গুঞ্জন— কয়েক বছরের দূরত্বের পর কী তবে পুরনো সম্পর্ক জোড়ার পথে হাঁটছেন তারা?

এদিকে, ঈদের ছুটিতে শাকিব খানও পারিবারিক সময় উপভোগ করছেন বলেই জানা গেছে।

সিনেমা হলে যখন চলছে তাণ্ডব, তখন বাস্তব জীবনেও দেখা যাচ্ছে কিং খানের জীবনের এক অন্য রকম আবেগময় অধ্যায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন ও স্থায়ী নামাজের স্থান চালুর সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন ও স্থায়ী নামাজের স্থান চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শরৎকাল থেকেই...