32.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

অকাল মৃত্যু তানিন সুবাহর, আলোচনায় তাবিজ-কুফরি নিয়ে দেওয়া স্ট্যাটাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার অভিনেত্রী তানিন সুবাহ আর নেই। টানা আট দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

তানিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। তবে মৃত্যুর আগে একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। ১৯ মে দেওয়া ওই পোস্টে তাবিজ-কুফরি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তানিন। লেখেন, “কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ?”

তিনি আরও লেখেন, “লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আমি। ঘরের আনাচে কানাচে কত কী পেলাম। এসবের ফল পাবেন। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।”

এই পোস্টের দুই সপ্তাহ পর, ২ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতেই চলছিল চিকিৎসা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চলে গেলেন তিনি।

তানিন সুবাহর মৃত্যু ও আগের স্ট্যাটাসকে কেউ কেউ কাকতালীয় বললেও, অনেকেই এর পেছনে ‘অদৃশ্য’ কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। কেউ কেউ তদন্তেরও দাবি জানিয়েছেন।

আজাদ কালামের ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে তার মিডিয়ায় যাত্রা শুরু। এরপর নাটক, সিনেমা এবং নিজের একটি পার্লার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আন্ধার’ সিনেমায় সিয়ামের সঙ্গে তুষি !

 বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবার এক ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। নাম ‘আন্ধার’—যেখানে রহস্য,...