Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
নব্বইয়ের দশকে বলিউড অভিনেত্রী টাবু ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার প্রেম ছিল ওপেন সিক্রেট। নাগার্জুনা তখন বিবাহিত, স্ত্রী অমলা আক্কিনেনিকে নিয়ে সংসার পেতেছেন হায়দরাবাদে। কিন্তু তেলেগু সিনেমা ‘আভিড়া মা আভিড়ে’–এর শুটিং সেটে দেখা হওয়ার পর থেকে টাবুর জীবনে প্রবেশ করেন নাগার্জুনা।
টাবু প্রেমে এতটাই গভীরভাবে জড়িয়ে পড়েন যে, মুম্বাই ছেড়ে হায়দরাবাদে পাড়ি জমান। প্রায় এক দশক সম্পর্কে ছিলেন তারা। জানা যায়, টাবু চেয়েছিলেন নাগার্জুনা স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুন। কিন্তু অপেক্ষার দশ বছর পেরিয়ে গেলেও নাগার্জুনা সেই সিদ্ধান্তে আসেননি। শেষমেশ সম্পর্ক ছিন্ন করে মুম্বাই ফিরে আসেন টাবু।
যদিও ভালোবাসার সেই রেশ এখনও টেনে যায় অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জীবনে অনেকেই এসেছে, কিন্তু নাগার্জুনা আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার সত্যিকারের বন্ধু।”
অন্যদিকে, নাগার্জুনার স্ত্রী অমলা বহু বছর এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার সংসার মন্দিরের মতো। এসব চর্চা মিথ্যা এবং অনাকাঙ্ক্ষিত।”
প্রসঙ্গত, টাবুর নাম একসময় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গেও জড়িয়েছিল। কিন্তু দিব্যা ভারতীর মৃত্যুর পর তার বিয়ের পরিকল্পনা থেকেও সরে আসেন তিনি, কারণ তখন মন পুরোপুরি নাগার্জুনার প্রতি নিবদ্ধ ছিল।
টাবু-নাগার্জুনার এই না হওয়া প্রেম আজও বলিউডের আলোচিত একটি অধ্যায়।