26.4 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

হাউসফুল ৫-এর বক্স অফিসে ঝড়: চার দিনে আয় ১০০ কোটি রুপি পার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’ বক্স অফিসে ঝড় তুলেছে। চার দিনে সিনেমাটি ভারতে আয় করেছে ১০০ কোটি রুপি, যা এই ফ্র্যাঞ্চাইজির জন্য একটি রেকর্ড। বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৬০ কোটি রুপি।

অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, জ্যাকি শ্রফ ও সোনম বাজওয়া—এই তারকাবহুল কাস্টের উপস্থিতি সিনেমাটির সাফল্যের অন্যতম কারণ। প্রথম দিন আয় ছিল ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩১ কোটি, তৃতীয় দিনে ৩২ কোটি এবং চতুর্থ দিনে ১৩ কোটি রুপি।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে এটি হতে পারে বছরের অন্যতম সেরা আয়কারী সিনেমা। বর্তমানে ছবিটির সামনে রয়েছে সালমান খানের ‘সিকান্দার’ (১৮৪ কোটি), অজয় দেবগনের ‘রেইড ২’ (২৩৩ কোটি) এবং সবার ওপরে থাকা ভিকি কৌশলের ব্লকবাস্টার ‘ছাভা’ (৮০৭ কোটি)।

সিনেমাটির সাফল্য প্রমাণ করে, দর্শকরা এখনও পুরনো ফর্মুলা ও তারকাবহুল কমেডি সিনেমা পছন্দ করেন। আগামী দিনগুলোতে ছবিটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...