28.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

গোবিন্দের সঙ্গে বিয়ের জীবনে সুনীতার কষ্টের ছায়া: “বুকে পাথর চাপা দিতে হয়েছিল”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা বিয়ের পর থেকে জীবনের নানা কঠিন মুহূর্তের কথা জানিয়েছেন। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে সুখের চেয়ে অনেক বেশি কষ্ট ও আক্ষেপের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এর মধ্যেও তারা সম্পর্ক টিকিয়ে রেখেছেন সন্তানদের কারণে এবং পারস্পরিক দায়িত্ববোধে।

সুনীতা বলেন, ‘বুকে পাথর চাপা দিয়ে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম সময়ে গোবিন্দ আমাকে লুকিয়ে রেখেছিলেন কারণ ভাবতেন, বিবাহিত নায়কের খ্যাতি কমে যাবে। পরে তিন বছর পর সবাইকে জানিয়েছেন।’ এরপর থেকেই তারকা জীবনের চাপ ও সংসারের ভার বহন করেছেন তিনি।

তাঁর কথায়, ‘বিয়ের পর থেকে স্বামীকে সেভাবে পাননি। এত বছর ধরে একসঙ্গে বাস করলেও ছাদ আলাদা। আমি দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকি, আর গোবিন্দ নিজ বাংলোয় থাকেন।’

সুনীতা আরও বলেন, ‘যখন সন্তান ছোট, স্বামী শুটিংয়ে ব্যস্ত, তখন শাশুড়ি মা থাকতেন পাশে। বাচ্চা নিয়ে বাইরে যাওয়া যায় না, বুকে পাথর চাপা দিতে হয়। যখন দেখো স্বামী সহ-অভিনেত্রীর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, সেটা খুব কষ্টের।’

তবুও সুনীতা গোবিন্দকে নিয়ে আত্মবিশ্বাসী, ‘তিনি কখনো খারাপ কিছু করেননি।’

দীর্ঘ ৩৭ বছর সংসার চালিয়ে এই জুটি প্রমাণ করেছেন, কখনো সুখ, কখনো দুঃখ—সব মিশ্রিত হলেও সম্পর্ক টিকিয়ে রাখা যায় যত্ন আর বোঝাপড়ায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

জয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে বাংলাদেশ

খবরের দেশ ডেস্ক : বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পাঁচ উইকেট শিকার এবং কুশল মেন্ডিসের তাণ্ডব ও...