26.7 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বিশ্বকাপে জায়গা করে কোটি টাকার গাড়ি উপহার পেলেন ফুটবলাররা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

ইতিহাস গড়েছে উজবেকিস্তান, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে। আর এই ঐতিহাসিক অর্জনের পুরস্কার হিসেবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের রাজকীয় উপহার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ—চীনের বিওয়াইডি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি।

বৃহস্পতিবার কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের মিল্লি স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মঞ্চে। সেখানেই মাঠের পাশে টাচলাইনের পাশে সাজিয়ে রাখা হয় ৪০টি দামি গাড়ি। এরপর ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হয় গাড়ির চাবি।

এই গাড়িগুলোর প্রতিটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯.৯০ লাখ টাকা। ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য ৯৯.৯০ লাখ পর্যন্ত পৌঁছায়।

উল্লেখ্য, গত মাসেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল উজবেকরা। গ্রুপ ‘এ’ থেকে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা।

প্রেসিডেন্ট শাভকাত এর আগেও খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন। ২০২৩ সালে এশিয়ান কাপ জয়ের পর অনূর্ধ্ব-২০ দলকে ৩৩টি গাড়ি উপহার দেন তিনি। তবে এবারের পুরস্কার ছিল আরও বেশি জাঁকজমকপূর্ণ।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...