28.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

শাকিবের ‘তাণ্ডব’ ও রাজের ‘ইনসাফ’: এখানেই শেষ নয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহার বড় পর্দায় সবচেয়ে বেশি আলোচনা ছড়িয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ও শরিফুল রাজের ‘ইনসাফ’। দুটি সিনেমাই মুক্তির পর থেকে দর্শকপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্যে এগিয়ে চলছে।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির তিন দিনের মধ্যেই আয় করেছে প্রায় দুই কোটি টাকা। মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন—সবখানেই দর্শকদের ভিড়। শাকিবের সঙ্গে ক্যামিও চরিত্রে নিশো ও সিয়ামের উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। ‘তুফান’-এর পর শাকিব-রাফীর এটি দ্বিতীয় কাজ।

তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, আফরান নিশো, ফজলুর রহমান বাবু, সাবিলা নূরসহ অনেকে। সিনেমার শেষে স্ক্রিনে ভেসে ওঠা ‘তাণ্ডব টু লোডিং’ লেখাটি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়। পরিচালক রাফী জানান, ‘তাণ্ডব’ নিয়ে ইউনিভার্স তৈরির ভাবনা রয়েছে তার, যেখানে ‘তুফান’ সিনেমার সঙ্গেও যোগসূত্র থাকতে পারে।

অন্যদিকে, সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ও প্রশংসা কুড়িয়েছে। রাজ ও তাসনিয়া ফারিণের পাশাপাশি মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর উপস্থিতি দর্শকদের উচ্ছ্বসিত করেছে।

নির্মাতা সঞ্জয় জানিয়েছেন, ইনসাফের দ্বিতীয় কিস্তিতে মোশাররফ ও চঞ্চলকে আরও বড় পরিসরে দেখা যাবে। তিনি বলেন, “তাদের আলাদা লুকের পেছনে কারণ আছে। ইনসাফ টু-তে সব পরিষ্কার হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

জয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে বাংলাদেশ

খবরের দেশ ডেস্ক : বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পাঁচ উইকেট শিকার এবং কুশল মেন্ডিসের তাণ্ডব ও...