28.2 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

‘গামছা বিতর্ক’ নিয়ে যা বললেন সমু চৌধুরী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে রাস্তার পাশে খালি গায়ে গামছা পরে শুয়ে থাকতে দেখা যায়। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। শুরু হয় নানা গুঞ্জন।

ছবিতে দেখা যায়, গাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন একসময়ের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। বিষয়টি নজরে আসার পর স্থানীয় থানা পুলিশ এগিয়ে আসে। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো তিনি অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত।

তবে সেই ধারণা উড়িয়ে দিয়ে সমু চৌধুরী প্রথম আলোকে বলেন, “আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই গামছা পরে বটগাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিলাম। উঠে দেখি, সেই ছবিই ভাইরাল হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “পুলিশ এসে জানতে চায় সব ঠিক আছে কি না। আমি ব্যাখ্যা দিলে তারা বুঝে যান। যারা এত দ্রুত আমার খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞ।”

এদিকে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, খবর পাওয়ার পরই সংঘের পক্ষ থেকে থানার সঙ্গে যোগাযোগ করা হয়। নিশ্চিত হওয়া গেছে, সমু চৌধুরী সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।

প্রসঙ্গত, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের পরিচিত মুখ সমু চৌধুরী ১৯৯০ সালে বিটিভির নাটক ‘সমৃদ্ধ অসীম’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...