Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
ঈদে প্রচারিত নাটক ‘আশিকি’ দিয়ে আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। প্রথম দিনেই ইউটিউবে নাটকটি দেখা হয় ৬০ লাখ বারের বেশি। দুই দিন শেষে ভিউ ছাড়ায় প্রায় ৯০ লাখ। বর্তমানে ‘আশিকি’ রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।
এই সাফল্যের মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জোভান—তবে এবার অন্য কারণে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি। শুরু হয় গুঞ্জন—তাহলে কি জোভান এবার নামছেন সিনেমায়?
প্রশ্ন আরও জোরালো হয়, কারণ এর আগে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে টিভি অভিনেত্রী সাবিলা নূর বড় পর্দায় পা রেখেছেন। অনেকে জোভানের ক্ষেত্রেও একই সম্ভাবনার কথা তুলেছেন।
তবে এসব জল্পনা আপাতত উড়িয়ে দিলেন জোভান নিজেই। প্রথম আলোকে তিনি বলেন, “আসলে হঠাৎ একটি আয়োজনে দেখা হয়েছিল। সঙ্গে ছিলেন শাকিব ভাই, সিয়াম ভাই, রাজ ভাই, তৌসিফ ভাইসহ আরও অনেকে। তখনই মনে হলো, একটি ছবি তুলে রাখি।”
সিনেমায় কাজ করার প্রসঙ্গে জোভান বলেন, “আমার এখনো সিনেমায় যাওয়ার সময় হয়নি। সিনেমা অনেক বড় মাধ্যম। আমি নিজেকে আরও ভাঙতে চাই, নাটকে আরও ভালো কিছু কাজ করতে চাই। তারপরই চিন্তা করব বড় পর্দার ব্যাপারে।”
তবে অনেকের মতে, এটি হতে পারে তার ভবিষ্যতের ইঙ্গিতও।