28.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

ইপিএলের রেকর্ড ভেঙে লিভারপুলে ভিরৎজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন লিভারপুল এবার দল গোছাচ্ছে আরও শক্তভাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে অল রেডরা।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ভিরৎজকে কিনতে লিভারপুলের খরচ হচ্ছে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড। তবে পারফরম্যান্স-ভিত্তিক বোনাস মিলিয়ে এই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে।
এতে নতুন করে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে যাচ্ছে অল রেডরা।

 

এখন পর্যন্ত প্রাথমিক ট্রান্সফার ফি হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, ২০২৩ সালের জানুয়ারিতে এনসো ফের্নান্দেসকে বেনফিকা থেকে দলে নিতে দিয়েছিল ১০ কোটি ৭০ লাখ পাউন্ড। একই বছরের অগাস্টে কাইসেদোকে কিনতে চেলসির সম্ভাব্য মোট ব্যয় ছিল ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। সেই তুলনায় ভিরৎজকে ঘিরে লিভারপুলের প্রস্তাব তাদের ক্লাব ইতিহাসেরই সর্বোচ্চ ব্যয় হয়ে দাঁড়াবে।

এর আগে ২০২২ সালে দারউইন নুনেসকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড (বোনাসসহ ৮ কোটি ৫০ লাখ)। আর ২০১৮ সালে ফন ডাইককে দলে নিতে খরচ করেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।

ভিরৎজকে পাওয়ার দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে মনে করা হচ্ছে জার্মান এই মিডফিল্ডারের পছন্দ ছিল লিভারপুল।

মাত্র ১৭ বছর বয়সে বায়ার লেভারকুসেনের মূল দলে অভিষেক হয় ভিরৎজের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনের প্রথম বুন্ডেসলিগা শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা, হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়।

জার্মান জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ৩১ বার, গোল করেছেন ৭টি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্রিকেট পরিচালনা বিভাগে বদলি হতে পারেন শাহরিয়ার নাফীস

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মকর্তা পর্যায়ে আসছে রদবদল। এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি হতে পারেন একাধিক কর্মকর্তারা।...