28.2 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ঝুঁকি নিয়ে হল মালিকদের ‘এশা মার্ডার’ চালাতে বললেন বাঁধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
এই ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত নারীপ্রধান গল্পের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। ঈদের দিন থেকে সিনেমাটি দেখা যাচ্ছে সিনেপ্লেক্সে। প্রতিদিন দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন বাঁধন। দর্শকদের পজিটিভ রেসপন্স দেখে সিঙ্গেলস্ক্রিনের হলমালিকদের এশা মার্ডার চালানোর ঝুঁকি নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাঁধন।
অভিনেত্রীর বিশ্বাস, সিঙ্গেলস্ক্রিনেও দর্শক পছন্দ করবে সিনেমাটি।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিঙ্গেলস্ক্রিনেও চলার মতো সিনেমা। সিঙ্গেলস্ক্রিনের মালিকদের বলতে চাই, আপনারা একবার ঝুঁকি নিয়ে এশা মার্ডার চালিয়ে দেখুন। আমার বিশ্বাস, এই সিনেমা মানুষ পছন্দ করবে।

আমার এবং মায়ের বাসার দুই সাহায্যকারী সিনেমাটি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছে। আমাকে ভালোবাসে বলে নয়, তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পেরেছে। তাই আপনাদের অনুরোধ করব, ঝুঁকিটা নিয়ে দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন, এটা তো হয় না।
আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’
এশা মার্ডারের প্রতি দিনে দিনে দর্শক আগ্রহ বাড়ছে জানিয়ে বাঁধন বলেন, ‘প্রথম দিন দর্শকের সংখ্যা দেখে খুব আপসেট হয়ে গিয়েছিলাম। এর পর থেকে প্রতিদিন দর্শকের সংখ্যা বাড়ছে। আমি খুশি।

কারণ, আমাদের সোসাইটি হয়তো এখনো প্রস্তুত নয় যে নায়ক ছাড়া সিনেমা দেখবে। কিন্তু দর্শক প্রমাণ করেছে, তারা এমন সিনেমা দেখার জন্য প্রস্তুত। নির্মাতা ও প্রযোজকদের এ ধরনের ঝুঁকি নিতে হবে। মিডিয়া শুধু টাকা বানানোর কিংবা বিনোদন দেওয়ার জায়গা নয়। এখানে সমাজের জন্য কিছু করার সুযোগ আছে। আপনারা এগিয়ে এলে সমাজ পরিবর্তনে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারবে।’এশা মার্ডার নির্মাণ করেছেন সানী সানোয়ার। এতে পুলিশ কর্মকর্তা লিনার ভূমিকায় খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...