30 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

ঈদনাটকে দর্শক কমছে, কেন নেই আগের সেই আগ্রহ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

এক সময় ঈদের নাটক মানেই দর্শকের বিশেষ আগ্রহ। নাটক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতো জোর আলোচনা। কিন্তু গত দুই ঈদে সেই চিত্র পাল্টে গেছে। আলোচনার ঘাটতি স্পষ্ট।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, নাটকের সংখ্যা কমেছে। কারণ—স্পন্সর জটিলতা, তারকাদের বাড়তি পারিশ্রমিক ও চেনা মুখের পুনরাবৃত্তি। একই ধরনের গল্প ও চরিত্রে আগ্রহ হারাচ্ছে দর্শক। পাশাপাশি অতিরিক্ত বিজ্ঞাপনও বিরক্ত করছে সবাইকে।

তবু কিছু নাটক প্রশংসা কুড়িয়েছে। যেমন—ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’। ঈদের দিন টিভিতে প্রচারের পর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। ৭০ লাখের বেশি ভিউ পেয়েছে জোভান ও নীহার অভিনীত এই নাটক।

আরেকটি আলোচিত নাটক জাকারিয়া সৌখিনের ‘প্রিয় প্রজাপতি’। অপূর্ব ও তাসনিয়া ফারিণের অভিনয়ে এই নাটক ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।

তালিকায় আছে ‘ক্ষতিপূরণ’, ‘চাঁদের হাট-২’, ‘চিফ গেস্ট’, ‘মায়াবতী’, ‘ঘ্রান’সহ আরও কিছু নাটক। মোশাররফ করিম, হিমি, তৌসিফ, নিলয়, পায়েলদের একাধিক নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে।

তবে সামগ্রিকভাবে নাটকে ঈদের আমেজ অনুপস্থিত। অনেকেই মনে করছেন, টিভি ও ইউটিউব প্ল্যাটফর্মে নাটকের ভিড়ে মৌলিক গল্প, নতুন মুখ ও ভিন্ন ভাবনা না আনলে দর্শক আরও বিমুখ হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরে এসেছে বাংলাদেশ

খবরের দেশ ডেস্ক : বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত পাঁচ উইকেট শিকার এবং কুশল মেন্ডিসের তাণ্ডব ও...