26.7 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘চোকার’ কথাটি আর শুনতে চায় না দ. আফ্রিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

তাদের নামের সঙ্গে ‘চোকার’ ট্যাগটা লেগেই ছিল দীর্ঘদিন। কিন্তু এবার ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু শিরোপা নয়, মুক্তি পেয়েছে সেই দীর্ঘস্থায়ী অপবাদ থেকেও।

লর্ডসে চতুর্থ দিন ৬৯ রান দরকার ছিল, হাতে ৮ উইকেট। এরপর টেম্বা বাভুমা আউট হন ৬৫ রানের দূরত্বে। স্টাবস ফেরেন আরও কিছুক্ষণ পর। তখনও মাঠে ভেসে বেড়াচ্ছিল ‘চোকার’ শব্দটি। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা হাল ছাড়েনি, কেউ কেউ বলেই ফেলেন, “৬০ রানের নিচেই ৮ উইকেট পড়ে যাবে।”

তবে সেই শঙ্কাকে ভুল প্রমাণ করেন এইডেন মার্করাম। মহাকাব্যিক ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। নতুন বলে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করেন তিনি।

বাভুমা জানান, “আজ সকালে ‘চোকার’ শব্দটা আবার শুনেছি। ওদের একজন বলছিল, আমরা ৮ উইকেট হারিয়ে ফেলব। এটা পরিষ্কার শুনেছি।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “আমরা ম্যাচটা যতটা সম্ভব টেনে নিতে চেয়েছিলাম। ভাবছিলাম, যদি নতুন বল কিছু করে ফেলে বা আবহাওয়ার পরিবর্তন হয়, একটা সুযোগ আসতে পারে। কিন্তু মার্করাম আমাদের সব পরিকল্পনার জবাব দিয়ে দিয়েছে।”

মার্করাম বলেন, “এবার আর ‘চোকার’ শব্দটা না শুনলেই ভালো লাগবে। আমরা কাজটা শেষ করেছি, সেটাই বড় কথা।”

অবশেষে বহু বছরের অপেক্ষা ঘোচালো দক্ষিণ আফ্রিকা। এবার তারা শুধু চ্যাম্পিয়নই নয়, ‘চোকার’ অপবাদ থেকেও মুক্ত।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...