31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

থ্রি ইডিয়টস’ সিনেমা করার প্রস্তাব ফিরিয়েছিলেন কাজল: জানালেন কারণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বহুবার এমন ঘটনা ঘটে, কোনো অভিনেতা বা অভিনেত্রী বড় কোনো সিনেমার প্রস্তাব পেয়ে ফিরিয়ে দেন, পরে সেই সিনেমা বিশাল সাফল্য লাভ করে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলও একবার এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় পিয়া চরিত্রের জন্য কাজলের কাছে প্রস্তাব গিয়েছিল, কিন্তু চিত্রনাট্য পড়ে কাজল মনে করেছিলেন, তিনি সেই চরিত্রের জন্য উপযুক্ত নন। তাই তিনি সিনেমাটি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেছেন, “আমার যখন মনে হয় আমি কোনো কাজের জন্য উপযুক্ত নই, তখন আমি তা করতে যাই না। আমি না বলার আগে দ্বিতীয়বার ভাবি না।”

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ শুধু বক্স অফিসে সফল হয়নি, তরুণ সমাজে বন্ধুত্বের নতুন সংজ্ঞাও তৈরি করে। সিনেমায় আমির খান, মাধবান ও শারমান যোশি প্রধান চরিত্রে ছিলেন, আর কারিনা কাপুর খান পিয়ার ভূমিকায় ছিলেন।

কাজল কারিনার নাম না করে বলেছেন, “সিনেমা ছেড়ে দেওয়ায় আমার কোনো আফসোস নেই। যেটা যার জন্য লেখা হয়, ঠিক সে পায়। আমি এই সিনেমা না করেও অনেক ভালো কাজ করেছি।”

‘থ্রি ইডিয়টস’ মুক্তির দেড় দশক পেরিয়েও দর্শক ও সমালোচকদের কাছে আলোচনার বিষয়। সম্প্রতি সিনেমার সিক্যুয়েলের গুঞ্জন উঠলেও পরিচালক রাজকুমার হিরানি এখনো কিছু জানাননি।

অন্যদিকে কাজলের নতুন ছবি ‘মা’ মুক্তির অপেক্ষায়। ২৭ জুন মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় দেখানো হয়েছে, একজন মা কীভাবে তার মেয়েকে কালো জাদুর হাত থেকে রক্ষা করেন। এতে আছেন অজয় দেবগনও।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...