27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রথমবার সিনেমায় গান গাইলেন মোশাররফ করিম

এই প্রথম তিনি সিনেমায় প্লেব্যাক করলেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মঞ্চ দিয়ে। তাই অভিনয়ের পাশাপাশি তিনি ভাল গান গাইতে পারতেন। সেইসাথে তবলা বাজনো, গান লেখালেখিসহ ভিন্নধর্মী কাজ করেছেন। নাটকেও মাঝে মাঝে শোনা যায় তাঁর
 খোলা গলায় গান। তবে এই প্রথম তিনি সিনেমায় প্লেব্যাক করলেন। সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’।

মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন।গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি প্রকাশ হয়েছে এটি।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্রজানা যায়, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।”মোশারররফ করিম মোশারররফ করিমউল্লেখ্য, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমাটির নাম। কেন্দ্রীয় দু’টি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...