31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ঈদে শাকিব খানের কাছ থেকে কী উপহার পেলেন বুবলীর ছেলে বীর?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। ব্যক্তিজীবনে মা-বাবার বিচ্ছেদ হলেও বাবা হিসেবে ছেলের প্রতি শাকিবের দায়িত্ব পালনে কোনো ঘাটতি নেই। সুযোগ পেলেই সন্তানকে সময় দেন নায়ক। যদিও বীর মূলত মায়ের কাছেই বেড়ে উঠছেন, বাবার আদর-যত্ন থেকে বঞ্চিত হন না তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শবনম বুবলী জানান, ঈদে বীর শাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছেন—এই প্রশ্নে লাজুক হেসে তিনি বলেন, “ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। উপহার তো পাই, তবে এখন নিজের জন্য সে ভাবে কেনাকাটা করি না। ঈদের আগে বাবা টাকা দিয়ে দেন, আমরা নিজেদের পছন্দের জিনিস নিজে কিনে নিই।”

এর আগে শাকিবকে অপু বিশ্বাসের সঙ্গে একই গাড়িতে ঈদের কেনাকাটায় যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়েও বুবলী স্পষ্ট করে বলেছেন, “অনুগ্রহ করে কিছু না জেনে, কারো চালাকির প্ররোচনায় বাচ্চাদের নিয়ে নোংরা মন্তব্য বন্ধ করুন। বাবা শাকিব তার সব সন্তানকে ভালোবাসেন, সময় দেন।”

তিনি আরও বলেন, “সন্তানদের মধ্যে বিভাজন না ছড়িয়ে পরিবারকে ভালো রাখাই আমাদের লক্ষ্য। বড় হচ্ছেন বাচ্চারা, তাদের নেগেটিভিটি থেকে দূরে রাখুন।”

পরিবারের মমতা ও ভালোবাসা দিয়ে শাকিব-বুবলী একসঙ্গে সন্তান বীরকে সুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...