31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়েছেন এমন কথাও উঠে আসে, যা ঋতুপর্ণা তখন সাফ অস্বীকার করেছিলেন।

তবে রোববার ফেরদৌসের পাঠানো একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানা গেছে, তিনি এখনও তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঋতুপর্ণা তার নিজের ফেসবুক পেজে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট প্রকাশ করে লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার কাছে খুব মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে খুব মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।”

ঋতুপর্ণার এই পোস্ট থেকে স্পষ্ট, ফেরদৌস এখনও তার সঙ্গে সুসম্পর্কে রয়েছেন এবং বন্ধুত্ব অটুট রয়েছে।

উল্লেখ্য, সরকার পতনের পর ফেরদৌসসহ দলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে যান। তাদের অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ফেরদৌসের এই কবিতা ও শুভেচ্ছা পাঠানো নেটিজেনদের মধ্যে নতুন করে তার অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...