28.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

রাজনীতি নয়, সংগঠক হিসেবেই ভূমিকা রাখতে চান তামিম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’ মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এতে জল্পনা সৃষ্টি হয়েছিল যে, তিনি রাজনীতিতে নামতে পারেন। সমকালের বিশেষ সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

তামিম সাফ জানিয়েছেন, ‘আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তবে রাজনীতিকে আমি খারাপভাবে দেখি না। আমি রাজনীতিতে যোগ্যতা বা আগ্রহ অনুভব করছি না।’ তিনি আরও উল্লেখ করেছেন, চট্টগ্রামে তিনি ক্রীড়াবিদ হিসেবে আমন্ত্রণ পেয়ে স্টেজে যোগ দিয়েছিলেন, রাজনীতিবিদ হিসেবে নয়।

রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘যেখানে খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা থাকবেন, সেখানে আমি আপত্তি করব না। তবে যে কমিটি হয়েছে, তাতে আমার নাম নেই। ক্লাব ক্রিকেট নিয়ে কোনো কমিটিতে থাকতে পারি, বা না-ও থাকতে পারি। সুবিধা-অসুবিধা দুটোই ভাবছি।’

তিনি স্পষ্টভাবেই জানান, ক্রীড়া উন্নয়নে রাজনীতিকদের মাঝে স্পোর্টস বিশেষজ্ঞদের নিয়োগ হওয়া উচিত। ‘দেশের স্পোর্টসের স্বার্থে এমন রাজনৈতিক নেতা আসবেন, যিনি খেলোয়াড়দের কারণে সিদ্ধান্ত নেবেন। আমি বলব না, আমিই সেই সঠিক মানুষ। তারা যাকে সঠিক মনে করবেন, তাঁকে খুঁজে নেবেন। আমি ওটার জন্য অপেক্ষা করব।’

তবে ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না জানতে চাইলে, তামিম বলেন: ‘এটি বলা কঠিন। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। আমি এখন রাজনীতি করি না, তাই কোনো নির্দিষ্ট দলের কথা বলব না। আমার কাছে মনে হয়, যারাই আসুক, তারা স্পোর্টসের লোকদের দিয়ে স্পোর্টস পরিচালনা করবেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...