27.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতপুর থানার বণিকপাড়া খানাবাড়ির বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা রং মিল সংলগ্ন সাগর ভিলার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের ছেলে জুয়েল মাহমুদ সাগর। তারা দুজনই পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী জানান, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে গোয়ালখালী কবরস্থানের সামনে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানার এস আই মতিউর রহমান বাদী হয়ে ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এস আই মো. আনোয়ার হোসেন তাদের দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১০ বছর আদালতে বিচার শেষে সোমবার রায় ঘোষণা করা হলো।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...