33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্রিকেট ডেস্ক :
গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের শুরুতে ছিল এক আবেগঘন মুহূর্ত—শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের জন্য আয়োজন করা হয়েছিল এক বিশেষ সংবর্ধনা, যেখানে তার পরিবার ও সতীর্থরা উপস্থিত ছিলেন।
টসের পর শান্ত জানান, ‘আমি সবসময় আগে ব্যাট করতে পছন্দ করি। উইকেটটা শুষ্ক মনে হচ্ছে, চতুর্থ ইনিংসে বোলারদের জন্য সুবিধা হতে পারে। নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ—ভালো ক্রিকেট খেলতে হবে।’
শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও স্বীকার করেছেন যে, টস জিতলে তারাও ব্যাটিং নিতেন। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক হবে মনে হচ্ছে। আমরা দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছি।’
এই ম্যাচে জ্বরের কারণে বাংলাদেশ দলে নেই মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান প্রিয়নাথ রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ: সাদমান ইসলাম, এনামুল হক, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাঈম হাসান।
প্রথম সেশন শেষে উইকেটের আচরণ ও ব্যাটারদের ধৈর্য্যই নির্ধারণ করবে ম্যাচের গতি কোনদিকে যাবে। গলের টার্নিং উইকেট, তাপদাহ ও উপকূলীয় বাতাস—সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর পাঁচ দিনের লড়াই।
- Advertisement -spot_img
সর্বশেষ

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর...