26.2 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ডিসেম্বরে ভারতে আসছেন মেসি, কলকাতা-দিল্লি-মুম্বাই মাতাবেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বরে ভারতের তিন শহরে আসছেন— এমন খবরেই উচ্ছ্বসিত দেশটির ফুটবলপ্রেমীরা। যদিও মাঠে ফুটবল নয়, মেসি এবার হাজির হবেন কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ের তিন ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের জনপ্রিয় ক্রীড়া আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘দ্য গোট’ নামে একটি বিশেষ আয়োজনের অংশ হিসেবে ভারত সফরে আসছেন মেসি। প্রতিটি শহরে তিনি সময় কাটাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট করে। অংশ নেবেন ‘দ্য গোট কনসার্ট’ ও ‘দ্য গোট কাপ’ নামের দুটি জমকালো অনুষ্ঠানে।

ইডেন গার্ডেন্সে আয়োজিত কনসার্টে ৭০ হাজার দর্শক সরাসরি মেসিকে দেখতে পারবেন। ‘দ্য গোট কাপ’ হবে সেভেন-আ-সাইড প্রীতি ম্যাচ, যেখানে বলিউড, ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা খেলবেন। দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে, শেষে থাকবে টাইব্রেকার। দুই দলের হয়েই একটি করে কিক নেবেন মেসি।

এরপর অনুষ্ঠিত হবে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মেসি। ফুটবল ক্লিনিকেও অংশ নিতে পারেন খুদে ফুটবলারদের সঙ্গে।

এর আগে কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরের শেষ সপ্তাহে পুরো আর্জেন্টিনা দল ভারতে সফরে আসবে, খেলবে দুটি ম্যাচ।

সব ঠিক থাকলে, বছর শেষে ভারতের মাটিতে দেখা যাবে ফুটবল জাদুকর মেসিকে—এবার ভিন্নরূপে, ভিন্ন আয়োজনে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...