31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ঈদে ব্যর্থ ‘টগর’, মাল্টিপ্লেক্স থেকে নামল পূজা চেরীর সিনেমা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

কুরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া পূজা চেরী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘টগর’ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। মুক্তির মাত্র এক সপ্তাহ না যেতেই দেশের সব মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) থেকে এখন কেবল তিনটি সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি—ঢাকার আজাদ, নীলফামারীর বাবু টকিজ ও নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

আলোক হাসান পরিচালিত ‘টগর’ দিয়ে পূজা চেরী আবারও ফিরে এসেছেন একসময়কার বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের ঘনিষ্ঠ পরিসরে। জাজ থেকে বেরিয়ে যাওয়া পূজা আবার অভিমান ভুলে আজিজের ছায়ায় ফিরলেও সিনেমার পরিণতি আশানুরূপ হয়নি।

প্রথম থেকেই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন পূজা। মুক্তির আগে বলেছিলেন, ‘এই সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল।’ সহশিল্পী আদর আজাদ একে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেও দাবি করেছিলেন।

কিন্তু মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে নেওয়ায় প্রশ্ন উঠেছে দর্শকসাড়া নিয়েই। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক দাবি করেছে, ‘দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী শো নির্ধারণ করা সম্ভব হয়নি’—এই যুক্তিতেই তারা মাল্টিপ্লেক্স থেকে সরে এসেছে।

তবে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। দর্শক চাহিদার অভাবেই ‘টগর’কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে বেছে নেওয়া হয়েছে সাড়া পাওয়া সিনেমাগুলোকেই।

সব মিলিয়ে, এবারের ঈদে পূজা চেরীর প্রত্যাবর্তন খুব একটা উজ্জ্বল হলো না।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...