26.7 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ভান্ডারিয়ায় ঈদের ছুটিতে পরীমনি, বললেন—“এই জীবনটাই সবচেয়ে সুন্দর”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

এবারের ঈদে শৈশব-কৈশোরের স্মৃতিময় ভান্ডারিয়ায় সময় কাটালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। ঈদের ছুটিতে দুই সন্তানকে নিয়ে চলে যান পিরোজপুরের ভান্ডারিয়ায়, নিজের নানাবাড়িতে।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া  এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, “ওখানে গেলেই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। অনেক দিন পর গিয়েছিলাম, অনেক আনন্দ করেছি। গরম একটু বেশি ছিল, তবে তাতে আনন্দে ভাটা পড়েনি।”

গ্রামের পাশেই অপূর্ব এক বিল। গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন সেখানে, দেখেছেন সূর্যাস্ত। পরীমনি বলেন, “মনে হচ্ছিল, জীবনের সেরা সময় কাটাচ্ছি। এমন দৃশ্য শহরে পাওয়া যায় না।”

নানাবাড়ির পুকুরে কাটানো সময়ও তুলে ধরেন তিনি। “ওখানে আমার শৈশবের কত দুষ্টুমি, সাঁতার কাটা, হইচই—সব কিছু মনে পড়ে যাচ্ছিল। এবারও পুকুরে সাঁতার কেটেছি, হাঁস ভেসে বেড়াচ্ছে—এই দৃশ্যগুলো হৃদয়ে গেঁথে আছে।”

সন্তানদের আনন্দেই তার আনন্দ, বলেন পরীমনি। “ওরাই আমার সব। ওদের সঙ্গে গ্রামের এ সময়টা কখনও ভুলব না।”

নানার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। “তিনি আমার জীবনের বড় অনুপ্রেরণা। যতদিন গ্রামে ছিলাম, মনে হয়েছে উনি পাশে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

গ্রামের মানুষের সঙ্গে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন পরীমনি। “ওরাই আমার আপন। আমি যত বড়ই হই, তাদের কাছে আমি আগের সেই পরীই থাকতে চাই।”

সিনেমার খবরও রেখেছেন অভিনেত্রী। বললেন, “ভালো সিনেমার প্রতিযোগিতা হচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশার কথা।”

নতুন সিনেমা প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে বলেন, “কিছুদিন পরই সবাইকে জানাতে পারব।”

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সংবাদ গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংবাদ জীবন থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়’ : আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, সাংবাদিকতা শুধুই সাহসিকতার পেশা নয়—এটি বিবেচনার, নীতির, এবং পেশাদার জ্ঞানের...