27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থের রেকর্ড পরিমাণ বৃদ্ধি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা থাকা অর্থের পরিমাণ গত এক বছরে অভূতপূর্ব হারে বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ২০২৪ সালের শেষে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা রয়েছে প্রায় ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরা হয়েছে)। তুলনামূলকভাবে, ২০২৩ সালের শেষে এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ বা প্রায় ৩৯৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশি অর্থের পরিমাণ প্রায় ২৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এই পরিমাণ ছিল ৫ কোটি ৮৪ লাখ ফ্রাঁ বা প্রায় ৮৭৬ কোটি টাকা।

এসএনবির তথ্যমতে, এই অর্থের মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের জমা এবং পুঁজিবাজারে বাংলাদেশের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় জানা গেছে, এর ৯৫ শতাংশের বেশি অর্থই বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রিক এবং বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, এর একটি অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে, যদিও সুইস কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সুইজারল্যান্ডের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য তারা পাননি। সুইস কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ অর্থ স্থানান্তরের প্রমাণ পেলে তথ্য সরবরাহে সহযোগিতা করা হবে। উল্লেখযোগ্য, যদি কোনো বাংলাদেশি নাগরিক বা প্রতিষ্ঠান অন্য দেশের নামে সুইস ব্যাংকে অর্থ গচ্ছিত রাখে, তবে সেটি বাংলাদেশের নামে প্রকাশিত পরিসংখ্যানে ধরা পড়ে না। এছাড়া, শিল্পকর্ম, স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...