31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

‘আপনি খোলামেলা পোশাক পরলে, আমার স্বামী চঞ্চল হয়ে ওঠে’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
তরুণী প্রতিবেশী খোলামেলা পোশাক পরেন। ওই পোশাকে নাকি তরুণীর দিকে তাকিয়ে থাকা যায় না। এর ফলে অস্বস্তিতে পড়তে হয় তার পরিবারকে। প্রতিবেশী ওই তরুণীকে ডেকে তেমনটাই জানিয়েছিলেন এক গৃহবধূ।
তবে কথা শোনাতে গিয়ে মোক্ষম জবাব শুনে ফিরে আসতে হয় তাকে। প্রতিবেশী গৃহবধূকে কী জবাব দিয়েছিলেন তরুণী? পুরো ঘটনাটি সামাজিকমাধ্যম রেডিটে শেয়ার করেছেন তরুণী নিজেই।

রেডিটে ‘ঘেটোহিপি৭৫৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ওই তরুণী জানিয়েছেন, গত ১৩ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন। কিন্তু কোনো দিন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাঁধেনি তার।

সম্প্রতি একটি নতুন পরিবার তার প্রতিবেশী হয়ে আসে। তরুণীর দাবি, নতুন প্রতিবেশী নারী দরজার সামনে দাঁড়িয়ে প্রায়ই তার দিকে নজর রাখতেন। এর ফলে বিরক্ত হতেন তরুণী।

তরুণী জানিয়েছেন, কয়েক দিন আগে প্রতিবেশী ওই গৃহবধূ সব সীমা অতিক্রম করে ফেলেন।

সরাসরি তার ঘরে এসে ঢুকেন। নিজের পরিচয় দিয়ে ওই নারী নাকি দাবি করেন যে, তরুণীর পোশাক পরার ধরন নিয়ে তার আপত্তি আছে। এর ফলে তার স্বামী চঞ্চল এবং বিভ্রান্ত হচ্ছেন। পরিবারের বাকি সদস্যদেরও তরুণীর জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রতিবেশী গৃহবধূর ওই কথা শুনে অবাক হয়ে যান তরুণী।
 কারণ, আগে তাকে কেউ কখনও ওই ধরনের কথা বলেননি। কিছুটা সামলে নিয়ে শান্তভাবে তরুণী জানান, অন্য কারো পোশাকের সমালোচনা না করে ওই গৃহবধূ যেন নিজের স্বামীর দিকে নজর দেন। এর পর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পরে তার বাড়ি থেকে বেরিয়ে যান প্রতিবেশী গৃহবধূ।
 তরুণীর সেই পোস্ট ইতোমধ্যেই অনেক রেডিট ব্যবহারকারী দেখেছেন। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘নিজের বাড়িতে এক জন মানুষ কীভাবে পোশাক পরবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অন্য কারো তা নিয়ে প্রশ্ন করার অধিকার নেই।’
- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...