31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

সংবেদনশীল দৃশ্যেও অভিনয় দক্ষতায় নজর কাড়েন রাধিকা আপ্তে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার অভিনয়ে স্পষ্ট যে, তিনি শুধু চরিত্রের গভীরতায় ডুব দেন না, বরং চরিত্রের সাহসী দিকগুলোতেও নিঃসংকোচে প্রবেশ করেন।

রাধিকা আপ্তে অভিনীত ‘সিস্টার মিডনাইট’ ছবিটি সম্প্রতি আলোচনার কেন্দ্রে। টুবি নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবিতে রয়েছে নগ্নদৃশ্য, যা নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। তবে এই প্রথম নয়— এর আগেও ‘পার্চড’, ‘বাদলাপুর’, ‘দ্য ওয়েডিং গেস্ট’–সহ একাধিক ছবিতে সাহসী চরিত্রে দেখা গেছে রাধিকাকে।

‘পার্চড’ সিনেমায় তার নগ্নদৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক হয়। কিন্তু রাধিকার অবস্থান ছিল স্পষ্ট— নারীর নগ্নতা মানেই যৌনতা নয়।

‘বাদলাপুর’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কোকো চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। শুধু খোলামেলা দৃশ্য নয়, প্রতিটি চরিত্রে তিনি প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা।

‘ম্যাডলি’ ও ‘দ্যাট ডে আফটার এভরিডে’–এর মতো সিনেমায় তাকে দেখা গেছে প্রসাধনহীন, নির্যাতিত নারীর চরিত্রে। শুধু গ্ল্যামার নয়, চরিত্রের বাস্তবতা তুলে ধরতেই যেন বেশি আগ্রহী রাধিকা।

প্রত্যেকবার নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন তিনি। ভক্তদের মতে, সাহস, সততা ও অভিনয়ের মিশেলে রাধিকা আপ্তে এখন বলিউডের অন্যতম শক্তিশালী মুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামার ?

খবরের দেশ ডেস্ক : বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর...