31.4 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

দেশ ছেড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বৃহস্পতিবার (১৯ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। নিউ ইয়র্ক থেকে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন তিনি।

মাহি জানান, “ভিসা পাওয়ার পর কখনও যেতে পারিনি। অবশেষে সময় বের করে নিউ ইয়র্ক এলাম। দেশে বাচ্চা থাকায় আমি বেশিদিন বিদেশে থাকব না। নিউ ইয়র্ক ও আশপাশের কিছু জায়গা ঘুরে দেশে ফিরে যাব।”

নিউ ইয়র্ক পৌঁছে মাহি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” এই পোস্টে তিনি নিউ ইয়র্ক থেকে চেকইন করেছেন বলে উল্লেখ করেছেন।

‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রবেশের পর মাহিয়া মাহি দ্রুতই তার অবস্থান নিশ্চিত করেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এই চিত্রনায়িকা। ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশগ্রহণ করতে চাইলেও দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেন। কিন্তু নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন।

মাহি ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন, যা ২০২১ সালে শেষ হয়। একই বছর তিনি গাজীপুরের রাজনীতিক রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছর পর এই সম্পর্কও শেষ হয়।

চলচ্চিত্রে মাহি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সর্বশেষ তাকে অতিথি চরিত্রে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়, যেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নিউজিল্যান্ডের সমুদ্রে নামা তিনজন কিশোরীকে হাঙরের মুখ থেকে যেভাবে বাঁচিয়েছে ডলফিন

খবরের দেশ ডেস্ক : ২০০৪ সালের অক্টোবরের একদিন নিউজিল্যান্ডের উত্তর উপকূলের হোয়াংগারেই এলাকায় চারজন সাঁতারু সমুদ্রে নামেন। তাদের মধ্যে ছিলেন...