28.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

পর্ন তারকার বিস্ফোরক দাবি: ‘ইয়ামাল আমায় বারবার দেখা করতে চেয়েছিল’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স্পোর্টস ডেস্কঃ

১৮ বছরও পূর্ণ করেননি স্প্যানিশ ফুটবলের উঠতি তারকা লামিনে ইয়ামাল। তবে মাঠে রীতিমতো ঝড় তুলেছেন—বার্সেলোনার হয়ে সেরা টুর্নামেন্টে জয়ের রেশ আছে তার। কিন্তু এখন মাঠের বাইরে এক বড় বিতর্কে তিনি। কেননা এক সাবেক পর্ন তারকা, ক্লদিও বাভেল (ভাজকেজ), অভিযোগ তুলেছেন যে ইয়ামাল ঘনিষ্ঠ সময় কাটাতে তাকে বারবার আমন্ত্রণ জানিয়েছিলেন।

ইউরোপীয় সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, ৩০ বছর বয়সি অনলিফ্যানস মডেল ফাতি ভাজকেজের সঙ্গে ইয়ামালের একটি অননুমোদিত ছবি ছড়িয়ে পড়েছিল। যদিও ইয়ামালের ঘনিষ্ঠরা প্রমাণ দিয়েছেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

এর আগে নিজের অবস্থান স্পষ্ট করে ইয়ামাল জানিয়েছিলেন যে ক্লদিও বাভেল তাঁকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু বাভেল এক ইনস্টাগ্রাম স্টোরিতে দাবি করেছেন—ইয়ামাল নিজেই বারবার চুপিসারে তাকে বার্তা পাঠিয়েছিলেন, বাসায় ডেকেছিলেন, যদিও তার বয়স ছোট বলে তিনি রাজি হননি।

বাভেল বলেন, “সে আমাকে বাসায় ডেকেছিল… আমি বলেছিলাম—তুমি অনেক ছোট। সে বলেছিল—এটা কোনো সমস্যা নয়। এখনই সময়।” যদিও বাভেল জানান, তিনি কখনো ইয়ামালের সঙ্গে হট্টগোলভাবে দেখা করেননি।

ফুটবলের মাঠে রেকর্ড গড়া এই কিশোর বর্তমানে মাঠের বাইরের বিতর্কে বেশ বিপাকে। আগামী দিনে ক্লাব ও জাতীয় দলে তার কেরিয়ার কীভাবে এগোবে—এটাও এখন দেখার বিষয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...