Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
সাদা পোশাকে উইকেটের পেছনে ভরসার নাম হয়ে উঠেছেন লিটন দাস। গলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
দুজনের ডিসমিসাল সমান—১১৩টি। তবে পার্থক্য ইনিংসে। মুশফিক ৯৯ ইনিংসে এই সংখ্যা গড়লেও লিটন করেছেন মাত্র ৬৪ ইনিংসে। ইনিংসপ্রতি ডিসমিসালেও লিটন (১.৭৬৫) এগিয়ে মুশফিকের (১.১৪১) চেয়ে।
তালিকায় এরপর আছেন খালেদ মাসুদ পাইলট (৮৭ ডিসমিসাল)। আর কমপক্ষে ১০ ইনিংসে ডিসমিসাল বিবেচনায় সবার উপরে নুরুল হাসান সোহান (১.৮৮৮)।
তবে ব্যাট হাতে এখনো এগিয়ে মুশফিক। উইকেটরক্ষক হিসেবে ৩৭ গড়ে রান করেছেন তিনি। লিটনের গড় ৩৬.৭৩।
তবু পরিসংখ্যান বলছে, উইকেটের পেছনে লিটন দাস এখন বাংলাদেশের এক নম্বর ভরসা।