28.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন দাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

সাদা পোশাকে উইকেটের পেছনে ভরসার নাম হয়ে উঠেছেন লিটন দাস। গলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

দুজনের ডিসমিসাল সমান—১১৩টি। তবে পার্থক্য ইনিংসে। মুশফিক ৯৯ ইনিংসে এই সংখ্যা গড়লেও লিটন করেছেন মাত্র ৬৪ ইনিংসে। ইনিংসপ্রতি ডিসমিসালেও লিটন (১.৭৬৫) এগিয়ে মুশফিকের (১.১৪১) চেয়ে।

তালিকায় এরপর আছেন খালেদ মাসুদ পাইলট (৮৭ ডিসমিসাল)। আর কমপক্ষে ১০ ইনিংসে ডিসমিসাল বিবেচনায় সবার উপরে নুরুল হাসান সোহান (১.৮৮৮)।

তবে ব্যাট হাতে এখনো এগিয়ে মুশফিক। উইকেটরক্ষক হিসেবে ৩৭ গড়ে রান করেছেন তিনি। লিটনের গড় ৩৬.৭৩।

তবু পরিসংখ্যান বলছে, উইকেটের পেছনে লিটন দাস এখন বাংলাদেশের এক নম্বর ভরসা।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...