30.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বুমরাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

হেডিংলিতে চলমান টেস্টে বল হাতে দাপট দেখাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। ইংলিশ ব্যাটাররা যেখানে সংগ্রাম করছেন, সেখানেই জ্বলে উঠেছেন ভারতের এই পেসার। ইংল্যান্ডের প্রথম তিনটি উইকেট তুলে নিয়ে ভেঙেছেন এক দীর্ঘ দিনের রেকর্ড। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলে গড়েছেন নতুন ইতিহাস।

এশিয়ার বাইরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন শীর্ষে বুমরাহ। মাত্র ৬০ ইনিংসে ১৪৮ উইকেট শিকার করে তিনি ছাড়িয়ে গেছেন আকরামের ১৪৬ উইকেটকে। ২৪ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই ভারতীয় পেসার।

এই টেস্টেই ভারতের ব্যাটাররাও রেখেছেন দারুণ ছাপ। যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিল (১৪৭) ও ঋষভ পান্ত (১৩৪)–তাঁদের ব্যাটে ভর করে ভারতের প্রথম ইনিংস থেমেছে ৪৭১ রানে।

জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে করেছে ৩ উইকেটে ২০৯ রান। তবে দিনের আলো কেড়ে নিয়েছেন বুমরাহই, যিনি একা হাতে ভেঙে দিচ্ছেন ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...