27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

রাজনীতির মতবিরোধ যেন ফ্যাসিস্টদের সুযোগ করে না দেয়: সারজিস আলম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা দেশের বাইরে থেকে চক্রান্ত করছেন। দেশ থেকে যে লক্ষ-কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন, সেগুলো দিয়ে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, চক্রান্ত করছেন। আমাদের অন্তর্বর্তী সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, এবং রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন—আমাদের ভেতরের কোনো চিন্তা কিংবা মতবিরোধীতার সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না।’

আজ শনিবার সকালে পঞ্চগড় রেলস্টেশনে ফুলের বাগান ও পানির ফোয়ারার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের জন্য সবার আগে যেকোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। এখন আমরা যদি সেটা চিন্তা করতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি, এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা সফল হওয়া সম্ভব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, ‘আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার কিংবা রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাঁদের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তাঁরা একমত হবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা যেন আমাদের এই ভিন্ন কথা, মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরদের সুযোগ না দিই।’

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে সারজিস আলম বলেন, ‘আমরা কখনোই মনে করি না যে আলাদা ফরম্যাটের সরকারের প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য; যেখানে ড. মুহাম্মদ ইউনূস প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। আমরা মনে করি, তাঁর হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে। সেই স্বচ্ছ নির্বাচন আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাব।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...