27.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

মেসির ৫ অনন্য রেকর্ড—পরবর্তী প্রজন্মের জন্য প্রায় অসম্ভব চ্যালেঞ্জ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

আজ ২৪ জুন ২০২৫, লিওনেল মেসির ৩৮তম জন্মদিন। ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি লেখা হয়েছে তাঁর পায়ের ছোঁয়ায়। দুই দশকেরও বেশি সময় ধরে মাঠে যে রাজত্ব তিনি করেছেন, তা শুধু এক খেলোয়াড়ের নয়, যেন এক যুগের প্রতিনিধিত্ব। তাঁর ক্যারিয়ারে গড়া বহু রেকর্ড এখন কেবল সংখ্যা নয়—একেকটা যেন ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি।

মেসির সবচেয়ে বিস্ময়কর রেকর্ডগুলোর একটি হলো বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল। আজকের দিনে, যেখানে খেলোয়াড়েরা নিয়মিত ক্লাব বদলান, সেখানে এত বছর এক ক্লাবে থেকে এমন সংখ্যায় গোল করা সত্যিই ভাবা যায় না। ব্যালন ডি’অরের ইতিহাসেও তিনিই শীর্ষে—মেসি জিতেছেন রেকর্ড ৮ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩)।

আর ২০১২ সালে তাঁর করা ৯১ গোল? ফর্ম, ফিটনেস, ছন্দ—সবকিছুর নিখুঁত সমন্বয় ছাড়া এটি সম্ভব ছিল না। শুধু গোল করাই নয়, মেসি ছিলেন গোল তৈরির কারিগরও। ৩৬০টির বেশি অ্যাসিস্ট তাঁর পায়ে এসেছে, যা প্রমাণ করে—তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ ফুটবল শিল্পী।

সবশেষে, বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চেও মেসি রেখে গেছেন অনন্য ছাপ। ২০১৪ ও ২০২২—দুই বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বল, যা বিশ্বকাপ ইতিহাসে আর কেউ পারেননি।

এই রেকর্ডগুলো শুধু অতীতের গৌরব নয়, ভবিষ্যতের জন্যও রয়ে গেছে এক ধরনের সীমারেখা। এমবাপ্পে বা ইয়ামালরা যতই প্রতিভাবান হোক না কেন, এসব রেকর্ড ছুঁতে হলে প্রয়োজন সময়, ধৈর্য, এবং অতুলনীয় ধারাবাহিকতা। লিওনেল মেসি তাই শুধু একজন ফুটবলার নন, এক মানদণ্ডের নাম।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...