28.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

ধর্ষণ মামলায় জামিন পেলেন নোবেল, সংসারে আসছে নতুন অতিথি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ধর্ষণ ও মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

ডেমরা থানায় করা মামলার বাদী ছিলেন ইসরাত জাহান প্রিয়া। কারাগারে থাকাকালেই ১৯ জুন নোবেলকে বিয়ে করেন তিনি। বিয়ের পাঁচ দিনের মাথায় জামিন পেলেন আলোচিত এই গায়ক।

জামিন শুনানির সময় নোবেল আদালতে হাজির হন খোশ মেজাজে, কড়া নিরাপত্তার মধ্যে। কিছুক্ষণ পর আদালতে আসেন স্ত্রী প্রিয়াও। কাঠগড়ায় দাঁড়িয়ে দুজনকে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলতে দেখা যায়।

শুনানিকালে বিচারক প্রিয়াকে জিজ্ঞেস করেন, নোবেলের জামিনে তাঁর কোনো আপত্তি আছে কি না। প্রিয়া জানান, আপত্তি নেই। উভয় পক্ষের আইনজীবীরাও আদালতকে জানান, এটি ‘ভুল বোঝাবুঝির’ ভিত্তিতে করা মামলা ছিল এবং বর্তমানে বিষয়টি মীমাংসিত।

জামিন মঞ্জুরের পর আদালত কক্ষে একসঙ্গে দাঁড়িয়ে পরিবারের খোঁজখবর নেন নোবেল ও প্রিয়া। গারদে ফেরার সময় নোবেল প্রিয়ার হাত ধরে লিফটে ওঠেন।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের প্রিয়া বলেন, তাঁদের সংসারে নতুন অতিথি আসছে শিগগিরই। সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

তবে কারাগারে বিয়ে ও আদালতের অনুমতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও বিতর্ক। এখন পর্যন্ত নোবেল বা প্রিয়া গর্ভাবস্থা প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...