28.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে সিনেমা আসছে, আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক সিনেমা আসছে বড়পর্দায়। সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, সিনেমাটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

সৌরভ বলেন, “জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প ও চিত্রনাট্য তৈরি করতে কিছুটা সময় লাগছে। পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।”

তবে এখনো সিনেমার নাম ও পরিচালকের বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমার শুটিং প্রসঙ্গে সৌরভ জানান, “শুটিংয়ে খুব বেশি সময় লাগবে না, প্রায় তিন মাসের মতো। তবে পোস্ট-প্রোডাকশনে সময় লাগবে বেশি।”

সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। যদিও চূড়ান্ত নাম এখনো প্রকাশ হয়নি, সৌরভ আগেই বলেছেন, রাজকুমার রাও তাঁর চরিত্রে অভিনয়ের জন্য যোগ্য একজন অভিনেতা।

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সৌরভ খেলেছেন ৪২৪ ম্যাচ। ৩৮ সেঞ্চুরি ও ১০৭ ফিফটির সাহায্যে করেছেন ১৮,৫৭৫ রান। ২০০৩ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারত ফাইনালে উঠেছিল।

ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি সিএবি ও বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আইসিসির ছেলেদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

এই বায়োপিক ঘিরে যেমন ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়ছে, তেমনি সৌরভ-ভক্তদের জন্য এটি এক ভীষণ প্রতীক্ষিত প্রজেক্ট হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...