28.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

দুইবার জীবন পেয়েছেন এনামুল তবু , শূন্য রানে ফিরলেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ক্রিকেট ডেস্ক :
শ্রীলঙ্কা সফর যেন ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠছে এনামুল হক বিজয়ের জন্য। গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খুলতে ব্যর্থ হলেন এই ডানহাতি ওপেনার। আসিথা ফার্নান্ডোর বলে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে।তবে বোল্ড হওয়ার আগে দুইবার জীবন পেয়েছেন এনামুল।
ম্যাচের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্ডোর প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে উইকেটকিপার কুশল মেন্ডিস তালুবন্দি করতে না পারায় সে যাত্রায় বেঁচে যান তিনি। পরের বলেও স্লিপ অঞ্চলে ওঠে ক্যাচ, তবে বল নিচু হয়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো জীবন পান এনামুল।
পরপর দুইবার জীবন পেয়েও সুবিধা করতে পারেননি এনামুল।
আসিথা ফার্নান্ডোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরে থাকা বলটিকে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি। ফলাফল—বোল্ড!
দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন গল টেস্টেও। প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে ফিরেছিলেন ৪ রানে। আর এবারও শূন্য।
মোট তিন ইনিংসে ৪০ বলেই তার সংগ্রহ মাত্র ৪ রান।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...