Your Ads Here 100x100 |
---|
রাজধানীর পুরান ঢাকার কাঠের পুল এলাকায় একটি মেসবাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে নামার শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী (২২), বিবরণ সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।সাবরিনা রহমান শাম্মীর ঝুলন্ত মরদেহ রাজধানীর পুরান ঢাকার কাঠের পুল এলাকার তনুগঞ্জ লেনের একটি মেস থেকে উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাবরিনা শাম্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর মরদেহ ময়নাতদ্নের জন্য মিতফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো তাজাম্মুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় যাই। প্রাথমিকভাবে জানা যায়, বুয়েটের একটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের সঙ্গে কোনও সমস্যার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মেয়েটির বাড়ি যশোর। লাশ সূত্রাপুর থানা থেকে মির্ডফোট হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। তার বাড়ির কেউ মামলা করতে রাজি নয়।