27.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

বিরতির পরেই বিপর্যয়, শান্ত-সাদমান ফিরলেন দ্রুত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

মধ্যাহ্ন বিরতির আগে চাপে থাকলেও বিপদ হতে দেননি দুজনে। তবে বিরতি শেষে মাঠে ফিরেই দুজনের ইনিংসের ইতি ঘটল। ফিফটির অপেক্ষায় থাকা সাদমান ফিরলেন ৪৬ রানে। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত আউট হলেন মাত্র ৮ রানে। তাতে দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ বেশ বিপদেই পড়ে গেছে।

প্রথম সেশন শেষে শান্তর রান ছিল ৭। তার সঙ্গে আর এক রান যোগ করেই বিদায় নেন শান্ত। বিরতির পর দ্বিতীয় ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্ব ফার্নান্দোর ঝুলিতে যায় উইকেটটা।

পরের ওভারে থারিন্দু রত্নায়েকের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন ফিফটির অপেক্ষায় থাকা সাদমান ইসলাম। তার ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায় বলটা। ক্যাচটা নিতে ভুল করেননি প্রথম স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা। ৪৬ রানে আউট হন সাদমান।

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম আর লিটন দাস মিলে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে ২৬ বলে দুজন তুলে নিয়েছেন ১৪ রান।

এরপরই কলম্বোর আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেট খুইয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...